নিজস্ব প্রতিনিধি: গতকাল কাশ্মীরে ভারতীয় জওয়ানদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যারাকপুরের শয়ে শয়ে সাধারণ মানুষ হাতে মোমবাতি নিয়ে প্রদেশ
তৃণমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক সম্রাট তপাদারের নেতৃত্বে ব্যারাকপুরের গান্ধীঘাটে মোমবাতি মিছিল করেন।
সকলে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। যুবনেতা সম্রাট তপাদার বলেন, পাঁচ বছর ধরে মোদিজির ভাষনের বদলে মুখে যদি চাল গম বেরোতো তাহলে ভারতবর্ষের কোনো মানুষ অনাহারে থাকতো না এবং এতোগুলো জওয়ান শহীদ হতো না।
আমরা ভারতবর্ষের মানুষ এই ভাষনবাজ প্রধানমন্ত্রীর পরিবর্তন চাই। আমরা যারা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেস করি -আমরা দেশের ঐক্য, একতা, ধর্ম নিরপেক্ষতা ও দেশপ্রেমের জন্য দরকার হলে রক্ত দিতে প্রস্তুত।
এই শোক মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সঞ্জয় মুখার্জি, তৃণমূল যুব নেতা রনবীর ঘোষ, ছাত্রনেতা বিজয় হালদার সহ অন্যান্যরা।