নিজস্ব প্রতিনিধি,কলকাতা : আবার উৎসবের মরসুমে রং আর উৎসব কলকাতাতে।৪ দেশের ৫২ জন শিল্পীর রং আর জাদুতে মেতে উঠবে সহর কলকাতা।
শিল্পীদের রং তুলি ক্যানভাস এ ভোরে যাবে গ্যালারি।উত্তর কলকাতার বনিদি আর্ট গ্যালারি নটি বিনোদিনী মেমোরিয়াল এক্সিবিশন হলে হতে চলেছে আর্ট লাইন ১৮ আর দ্বিতীয় বিশ্বব্যাপী প্রদর্শনী।
২৫ সে নভেম্বর থেকে ১ ডিসেম্বর অবধি চলবে এই প্রদর্শনী।আর্ট লাইন ১৮র প্রেসিডেন্ট শ্রীমতী শ্যামলী কর্মকার জানান আর্ট লাইন ১৮ সমকালীন শিল্পীদের গোষ্ঠী শিল্পীদের নিয়ে চিত্রকলা প্রদর্শনী।অঙ্কন প্রদর্শনীর কাজ করে আর্টলাইন ১৮।