নিজস্ব প্রতিনিধি : আজ উত্তর 24 পরগনার রাজারহাট ব্লকে আয়োজন করা হয়েছিল ব্লক জনসংযোগ সভা।
পাশাপাশি রাজারহাট ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লকের বিভিন্ন আধিকারিক, পঞ্চায়েত প্রধানদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন উত্তর 24 পরগনার জেলাশাসক অন্তরা আচার্য্য। বৈঠকে ছিলেন অতিরিক্ত জেলাশাসক, বারাসত মহকুমা শাসক।
ব্লক জনসংযোগ সভায় এলাকার বিভিন্ন পঞ্চায়েতের মানুষকে ডাকা হয়েছিল।
উত্তর 24 পরগনা জেলার 22 টি ব্লকের মতো আজ রাজারহাট ব্লকে সরাসরি উপভোক্তাদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দেওয়া হয়।
কন্যাশ্রী থেকে রূপশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, কৃষি প্রকল্প, মৎস্যজীবীদের প্রকল্প, গীতাঞ্জলি প্রকল্প, এমএসডি প্রকল্প, মাইনরিটি দফতর, রেশন দফতর, সোশ্যাল ওয়েলফেয়ার দফতর সহ বিভিন্ন সরকারি দফতরের সুযোগ সুবিধা তুলে দেওয়া হয় রাজারহাট ব্লকের মানুষের হাতে।
তারপর রাজারহাট ব্লকের বিডিও,জয়েন্ট বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধানদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন জেলাশাসক অন্তরা আচার্য্য।
মূলত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের যে যে প্রকল্প আছে সেই প্রকল্প গুলির পর্যালোচনার জন্য আজ বৈঠক করেন জেলাশাসক। রাজ্যের বিভিন্ন ব্লকের মতো রাজারহাট ব্লকের উন্নয়ন কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে রয়েছে তা নিয়ে আলোচনা হয় এমনটাই জানা গিয়েছে ব্লক সূত্রে।