নিজস্ব প্রতিনিধিঃ নদীয়ার শান্তিপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে। রামনগরপাড়া বাসিন্দা পেশায় এলইডি লাইটের ব্যবসায়ী বছর ৪০এর বরুণ হালদারের মৃতদেহ আজ সকালে পুলিশ তার বাড়ির কাছেই একটি আমবাগান থেকে উদ্ধার করে।
মৃতদেহের পাশ থেকে মদের বোতল ও বিষের শিশি পাওয়া গেছে। মৃতের স্ত্রী রেবা হালদার জানান, গতকাল সকালে 10 হাজার টাকা নিয়ে কাজে গিয়েছিল বরুণ। দুষ্কৃতীরা তাঁর স্বামীকে শ্বাসরোধ করে খুন করেছে বলে রেবা দেবীর অভিযোগ।
জমি সংক্রান্ত বিবাদের কারণে আগেও বরুণের ওপর হামলা ও মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল বলে রেবা দেবী আরও অভিযোগ করেছেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।