নিজস্ব প্রতিনিধি : সোমবার দুপুরে মালবাজার শহরে ঢোকার মুখে সুখাঝোরা ব্রিজের ওপর মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন এক বাস ভর্তি বরযাত্রী।
এদিন শিলিগুড়ি থেকে একটি বাসে প্রায় ত্রিশজনের একটা দল বীরপাড়ার দিকে যাচ্ছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে।
ব্রিজে উঠতেই বাসটির পেছনের চাকার গোলা ভেঙে যায় । ফলে পেছনের চাকা খুলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং-যে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে। কারও চোট না লাগলেও বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
দুর্ঘটনায় ফলে একত্রিশ নম্বর জাতীয় সড়কের দু’দিকে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। খবর পেয়ে মালবাজার থানার পুলিস গিয়ে ক্রেনের সাহায্যে বাসটি সরালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।