অতনু গোস্বামী, নদীয়া: বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন একাধিক বাস আরোহী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে আনুমানিক দশটা পঁয়তাল্লিশ মিনিটে নদীয়ার করিমপুরে।
পুলিশ সূত্রে জানা যায় যে, রবিবার রাতে করিমপুর থেকে ডোমকল গামী একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দিক থেকে আসা একটি লরি কে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় মোট সাতাশ জন আরহী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহতদের হাসপাতালে নিয়ে গেলে বাইশ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি পাঁচ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদের বহরমপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
দুর্ঘটনায় আহত একজন ব্যক্তি বর্তমানে করিমপুর হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটিকে আটক করেছে পুলিশ।