নিজস্ব প্রতিনিধি:নদীয়ার চাকদহ থেকে হলদিয়ায় যাওয়ার সময় বরযাত্রী বোঝাই একটি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে আহত হন পনেরো জন। হলদিয়া বাসুদেবপুরে যাওয়ার সময় উল্টো দিক থেকে একটি লরির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

বাসটিতে বিয়ে বাড়ির মোট চল্লিশ জন বরযাত্রী ছিলেন। বারাসাতের কিছু আগে দাঁড়িপুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান , বাস চালকের ত্রুটির জন্যই এই দুর্ঘটনা ঘটে। তাঁরা জানান বাসটি আচমকাই গতি বাড়িয়ে ওভারটেক করতে গেলে ঘটে দুর্ঘটনা ।

বাসের চল্লিশ জন যাত্রী অল্পবিস্তর আহত হলেও তার মধ্যে পনেরো জনকে বারাসাত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ তদন্ত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here