সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম: নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের এক আরোহীকে পিষে দিল যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটে বীরভূমের সদর শহর সিউড়িতে। প্রত্যক্ষদর্শীদের বিবরনে জানা যায়, হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসের চালক, যার ফলে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় , হঠাৎ ডান দিক থেকে বাম দিকে চলে আসে এবং উল্টো দিক থেকে বাইক নিয়ে বাজার করে ফিরছিল এক ব্যক্তি। ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে এবং পিষে দিয়ে পাশে দোকানে গিয়ে ধাক্কা মারে বাসটি।
স্থানীয় লোকেরা আহত ব্যক্তিকে উদ্ধারের জন্য ছুটে এলে, ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাসের চালক ও খালাসি।
দুবরাজপুর থেকে সিউড়ি আসার সময় সিউড়ি বাস স্ট্যান্ড ঢোকার মুখে দ্রুতগতিতে আসছিল একটি বাস। অপরদিকে সিউড়ি থেকে বাজার করে ফিরছিল এক বাইক আরোহী, সিউড়ি বাস স্ট্যান্ড এর মুখে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডান দিকে চলে আসে বাঁদিকে এবং বাইক আরোহী কে পিষে দেয়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় সিউড়ি থানার পুলিশ এবং ঘাতক বাসটিকে আটক করে পুলিশ ।