নিজস্ব প্রতিনিধি মালদা: পরীক্ষা কেন্দ্রে পিজবোর্ড নিয়ে প্রবেশ করাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয় মালদা শহরের একটি গার্লস হাইস্কুলে । অভিভাবক ও পরীক্ষার্থীদের অভিযোগ, পিজর্বোড অন্যান্য পরীক্ষা কেন্দ্রগুলিতে নিয়ে যেতে দিচ্ছে,  শুধুমাত্র শহরের বার্লো গার্লস স্কুলে পরীক্ষার্থীদের পিচবোর্ড নিয়ে ঢুকতে দেওয়া হছে না ।

ফলে বাধ্য হয়ে তড়িঘড়ি ফাইবারের সাদা পিজবোর্ড কিনে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে মালদা শহরের বাঁধরোড এলাকার বাইরে অসন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থীদের আত্মীয়রা।

যদিও এ ব্যাপারে জেলা শিক্ষা দপ্তর এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের অভিযোগ ওই স্কুলের মেন গেটের সামনে কর্তব্যরত পুলিশকর্মীরা পিজবোর্ড নিয়ে ছাত্রীদের প্রবেশ করতে দেয়নি । সাদা ফাইবারের পিজবোর্ড ব্যবহার করতে বলা হয়েছে।

কিন্তু এ ব্যাপারে আগাম কোনো বিজ্ঞপ্তি অথবা নোটিশ দেওয়া হয় নি পরীক্ষার্থীদের। যার ফলে পরীক্ষা কেন্দ্রে  বোর্ড নিয়ে   এসে বিপাকে পড়ে পরীক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here