নিজস্ব প্রতিনিধি : সল্টলেক তথ্যপ্রযুক্তি কেন্দ্রে আগুন। ঘটনাস্থলে রয়েছে দমকলের ইঞ্জিন। আজ সকাল সাড়ে দশটা নাগাদ সেক্টর ফাইভ এর এইচ ডি এফ বিল্ডিংয়ে এসি থেকে আগুন ছড়িয়ে পড়ে পাঁচতলাতে।
এই বিল্ডিং এ একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থার অফিস থাকা সত্ত্বেও সমস্ত কর্মচারীদের বিল্ডিং থেকে বাইরে বার করে নিয়ে আসা হয়। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন।
তারা আগুন নেভানোর জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে । দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছে। পাশাপাশি দমকলের আধিকারিকরা ভেতরে ঢোকার প্রচেষ্টা চালাচ্ছে। বিল্ডিং এর ভেতরে রয়েছে একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থার অফিস সমস্ত অফিসের কর্মীদের নিচে নামিয়ে আনা হয়েছে। এই মুহূর্তে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।