নিজস্ব প্রতিনিধি : বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে গোবিন্দপুর ৭৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ান সনাতন সোরেল (৩৫) গত বৃহস্পতিবার রাত আটটা নাগাদ কর্মরত অবস্থায় গোবিন্দপুর আউটপোস্টের কাছে কালভার্ট থেকে নিচে জলে পড়ে গিয়ে প্রায় ৬ ফুট মত জলের তলায় তলিয়ে যান ।
তাঁর সহকর্মীরা ছুটে এসে উদ্ধার করেন। স্বরূপনগরের সারাফুল গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই জওয়ান সাঁতার কাটতে পারতেন কিনা সেটাও খতিয়ে দেখছে বিএসএফের কর্তারা। অন্য কোনও কারণে মৃত্যু কিনা সেটাও তদন্ত করা হচ্ছে ।