অতনু গোস্বামী, নদীয়াঃ-বেআইনী উপায়ে মাদকদ্রব্য মজুদ ও বিক্রয়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো নদীয়ার নবদ্বীপ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে নবদ্বীপ থানার আইসি সুবির কুমার পালের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল নবদ্বীপ পুরসভার অন্তর্গত কোলের ডাঙ্গা ঘোষ পাড়া এলাকা থেকে ষোল বোতল বেআইনি মদ সহ নিমাই ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিজের বাড়িতে বেআইনি মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয় করার অভিযোগ ছিল ধৃত নিমাই ঘোষের বিরুদ্ধে।