সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম : ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দাদা।ঘটনাটি ঘটেছে বীরভূমের নালহাটি থানার নজরুলপল্লীতে। মৃতের নাম রোহন বসির (১৯)। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দাদা।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রোহন এবং তার মেজদাদা ইনজামাম একসাথে রাতে একই ঘরে ঘুমাচ্ছিল। এরপরই ভোর ৫ টা নাগাদ রোহন হটাৎ করে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার করতে থাকে। চিৎকার শুনতে পেয়ে তার মা ছুটে যান ছেলের ঘরে এবং দেখেন রোহনের রক্তাক্ত দেহ বিছানায় পড়ে আছে। মেজছেলে ততক্ষনে বাড়ি থেকে চম্পট দিয়েছে।
এরপরই তিনি চিৎকার করেন। ওনার চিৎকার শুনে পারিবারের লোকজনেরা এবং পাড়া প্রতিবেশী এসে হাজির হয় এবং খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায়।
জানা গেছে, রোহনরা চার ভাই, তার মধ্যে রোহন সব থেকে ছোট। তার বড়দাদার অনেক দিন আগে মৃত্যু হয়েছে। রোহন পেশায় দিনমুজুরের কাজ করতো। কী কারণে দাদার হাতে ছোট ভাইকে খুন হতে হলো ? যদিও ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে নালহাটি থানার পুলিশ।