গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ আগামী ১৯ জানু২০১৯ ব্রিগেড সমাবেশের সমর্থনে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হল পূর্ব-বর্ধমানের গলসি হাইস্কুল ময়দানে শুক্রবার ।
তৃণমূল কংগ্রেসের ব্রিগেড কর্মসূচীকে সফল করতে এই ঐতিহাসিক জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ ও সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ সুনীল মণ্ডল, সাংসদ মমতাজ, গলসির বিধায়ক অলোক মাঝি,বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক রবীরঞ্জন চট্টোপাধ্যায়, বিধায়ক সৈকত পাঁজা,বিধায়ক সুভাষ মণ্ডল,বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু,বিধায়ক নেপাল ঘরুই সহ পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের বিধায়করা, পূর্ব-বর্ধমান জেলার জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধারা,সহ সভাধিপতি দেবু টুডু, পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি,সহ সভাধিপতি সমর বিশ্বাস সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা।
প্রচুর তৃণমূল কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে জনবিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান, উন্নত ঐক্যবদ্ধ ভারত গড়ার অঙ্গীকার নিয়ে সকলকে ব্রিগেড সমাবেশে উপস্থিত হওয়ার কথাও বলেন।কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির সমালোচনাও করেন।