নিজস্ব প্রতিনিধি : নলহাটীবাসীদের বহুদিনের দাবি, দেবগ্রাম ঘাটে একটি ব্রিজ তৈরির জন্য। বহুবার বহু জায়গায় আবেদনপত্র জমা দিয়েও কোনো কাজ হয়নি, শুধু আশ্বাস পাওয়া গেছে হবে বলে। সাধারণ মানুষ জানান, এই ব্রিজটি হলে, চারটি বিধানসভার কেন্দ্র – রামপুরহাট, হাঁসন, নলহাটী, মুরারই এলাকার মানুষের সংযোগের মাধ্যম হয়ে উঠবে এবং সহজেই মালদা যাওয়া যাবে।
এদিন দুপুরে, হাঁসন বিধানসভার বিধায়ক মিল্টন রসিদের নেতৃত্বে ও সকল গ্রামবাসী মিলে
দেবগ্রাম ঘাট এ ব্রিজ এর দাবিতে নদীতে আন্দোলন করে । বিধায়ক মিল্টন রসিদ জানান, ” ব্রাহ্মণী নদীর উপর ব্রিজ তৈরির জন্য বহুবার বিধানসভায় আবেদন করি, অনেকবার চিঠিও আসে মাটি পর্যবেক্ষণ ও অন্যান্য করণীয় কাজের জন্য, কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুই কাজ হয়নি “।