মদনমোহন সামন্ত : মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা ঠাকুরনগরের 102 বছর বয়সের প্রবীণা “বড়মা” বীণাপাণি দেবী বৃহস্পতিবার বার্ধক্যজনিত অসুস্থতা, নিউমোনিয়া এবং বুকে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে । সেখানে 12 সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছিলেন।

রবিবার সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তাঁর বৌমা সাংসদ মমতাবালা ঠাকুর সন্ধ্যায় কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন । সঙ্গে ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র । এসএসকেএম এ পরীক্ষার পর তাঁকে মেইন বিল্ডিং এর ইনটেনসিভ কেয়ার ইউনিট এর 1 নম্বর বেডে চিকিৎসাধীন রাখা হয়।

এখানে তাঁর জন্য তৈরি হয় সাত সদস্যের মেডিকেল বোর্ড। তাঁর নিউমোনিয়া এবং সেপসিস এর চিকিৎসা চলছে । চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল । বাইরে হাসপাতাল চত্বরে অগণিত ভক্তবৃন্দ এবং গুণমুগ্ধরা গভীর উদ্বেগ নিয়ে ভিড় করে আছেন কখন তাদের বড়মা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন সেই অপেক্ষায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here