নিজস্ব প্রতিনিধি : অবশেষে পারিবারিক কোন্দলকে পাশে সরিয়ে রেখে প্রসাসনের হস্তক্ষেপে বড়মার শেষকৃত্য আজ দুপুরে সম্পন্ন হল। ঘড়িতে কাঁটায় কাঁটায় তিনটে বাজার সঙ্গে সঙ্গেই মতুয়া মহাসঙ্ঘের বড়মাকে রাজ্য সরকারেব তরফে শ্রদ্ধা জানাতে গান স্যালুট দেওয়া হয়।
তারপরই ঠাকুরবাড়ির দালানে বড়মার শেষকৃত্য সম্পন্ন হল। তিনটে পনেরো মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে বড়মাকে কাঠের চিতায় তোলা হয়। বড়মার শেষকৃত্য প্রক্রিয়া চলার সময় ভক্তদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় ।
তবে এই শোকের মুহূর্তেও ঠাকুরবাড়ির পারিবারিক কোন্দল মেটার নাম নেই।
গত বৃহস্পতিবার বড়মাকে হাসপাতালে ভর্তি করা নিয়ে তাঁর পুত্রবধূ তথা বনগাঁর তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের সঙ্গে মতবিরোধ দেখা দেয়, বড়মার ছোট ছেলে মঞ্জুল ঠাকুরের ছেলে তথা মতুয়া মহাসঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরের। বড়মার মৃত্যুর পরও দুই পক্ষের মধ্যে টানাপড়েন অব্যাহত।