তুহিন শুভ্র আগুয়ান,পূর্ব মেদিনীপুর :পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রবিবার এলাকার বেশ কয়েকজন দুঃস্হ ছাত্র-ছাত্রীকে পুস্তক বিতরণ করা হয়।
বাগদেবী মা সরস্বতীর আরাধনা উপলক্ষে কাঁথি১ ব্লকের অন্তর্গত হামিরমহল গ্রামের ছাত্রী তথা খালিসভাঙ্গা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রছাত্রীর হাতে এদিন পাঠ্যপুস্তক,খাতা, পেন তুলে দেওয়া হয়।
দুঃস্হ ছাত্র-ছাত্রীদের এইসকল শিক্ষা সরঞ্জাম বিতরণের মাধ্যমে তাদের এদিন “ছাত্রীমা” পুরস্কার প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক চিত্তরঞ্জন মাইতি, গৌতম গিরি, শিক্ষিকা সুচেতা প্রধান, তৃষিতা প্রধান, গার্গী প্রধান, সেনা জওয়ান শান্তনু প্রধান, অতনু প্রধান, সত্যজিৎ সামন্ত সহ অন্যান্যরা।
সংস্থার কর্ণধার শ্যামল জানা জানান,“এবছর এখনও পর্যন্ত ১৯ জন দুঃস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের পাঠ্যপুস্তক,খাতা,পেন ও অন্যান্য শিক্ষা সামগ্রী দিয়ে পড়াশোনায় উৎসাহিত করা হয়েছে।দুঃস্হ ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এই ধরনের উদ্যোগ আরও গ্রহণ করা হবে।