গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ ২য় পূর্ব-বর্ধমান জেলা বইমেলা শুরু হলো মঙ্গলকোটের নতুনহাট টিচার্স ট্রেনিং কলেজ মাঠে।মেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
আজ এই বইমেলা উদ্বোধনের উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, মন্ত্রী মলয় ঘটক, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ,বিধায়ক নার্গিস বেগম ও কাটোয়ার মহকুমাশাসক সৌমেন পাল সহ প্রমুখ বিশিষ্ট পদাধিকারী ব্যক্তিবর্গ।
এই মেলায় ৫৪ টি স্টল তৈরি হয়েছে বইয়ের। ছোট থেকে বড় সকলের উপস্থিতিতে শুরু হলো এই বইমেলা। বিভিন্ন ধরনের বই এই বই মেলা থেকে পাওয়া যাচ্ছে। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানান, বর্তমান যুব সমাজ মোবাইলের উপর জোর দিচ্ছে বেশি।
কিন্তু বই হচ্ছে জ্ঞানের ভান্ডার ।তাই বর্তমান সমাজ কে বইয়ের দিকেও নজর দিতে হবে।