মদনমোহন সামন্ত: আন্তর্জাতিক কলকাতা আর্ট ফেষ্টিভেল এবারে আট বছর পূর্ণ করল । ‘বন্ধু’ সংস্থা এটি আয়োজন করে থাকে। মোহরকুঞ্জে তিনদিনব্যাপী ফেস্টিভেলটি ১৫ ই ফেব্রুয়ারি উদ্বোধন করেছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত মূখার্জী এবং মেয়র পারিষদ দেবাশীষ কুমার ও কেএমসি চেয়ারপার্সন মালা রায় । তিনদিনের ফেস্টিভেলের আজ শেষ দিনে ছোট ছোট শিশুদের নিয়ে “ক্যানভাস” আয়োজন করা হয়।
২০০ ফুট দীর্ঘ ক্যানভাসে শিশুরা রং ও তুলি নিয়ে জম্মু ও কাশ্মীর সিআরপিএফ শহীদদের স্মরণে ছবি আঁকেন। সেনাকর্মীদের ছবি আঁকার মধ্যে তাঁদের স্মরণ করা হয়। অভিনেত্রী ইন্দ্রানী হালদার বলেন, এ ছবি কলকাতার বিভিন্ন জায়গায় লাগানো হবে। মোট ১৪৪ জন শিল্পী ছবি আঁকেন।