নিজস্ব প্রতিনিধি, মালদা: পুকুর নিয়ে পুরনো বিবাদের জেরে এলাকায় বোমাবাজির ঘটনায় জখম হলেন এক মহিলা। জখম আবস্থায় ওই মহিলা বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার থানার মহদিপুর রামকেলি এলাকার ঘটনাটি ঘটেছে।

জানা জখম মহিলার নাম অনিতা ঘোষ(৩৫)। স্বামী স্বপন ঘোষ। বাড়ি ইংরেজবাজার থানার মহদিপুর রামকেলি। বৃহস্পতিবার সকালে তিনি বাজার যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় বোমা ছোড়ে দুষ্কৃতিরা। মহিলার বা হাতে ছিটা বোমা লাগে।

জানা গিয়েছে ওই এলাকার কালু ঘোষ ও কার্তিক ঘোষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি পুকুরের দখল নিয়ে বিবাদ চলছিল। এদিন সকালে কালু ঘোষের বাড়ি থেকে   কার্তিক ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে। ওই বোমা ছিটকে গিয়ে মহিলার হাতে লাগে। ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here