নিজস্ব প্রতিনিধি : বোমা ও অস্ত্র রাখার অভিযোগে উত্তর দিনাজপুর জেলার বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি ভক্ত কুমার রায়কে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। তাঁর বাড়ি থেকে উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র, বাড়ির ভেতরে পাওয়া গেল হাতবোমা।
বিজেপি নেতৃত্ব ও ভক্ত কুমার রায়ের পরিবারের লোকেদের দাবি, ফাঁসানো হয়েছে ভক্তবাবুকে। পুলিশ অস্ত্র নিয়ে এসে গ্রেপ্তার করেছে ভক্তবাবুকে বলে অভিযোগ তাঁদের। পুলিশের দাবি গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভক্তবাবুকে অস্ত্র সমেত গ্রেপ্তার করা হয়েছে। রবিবার আদালতে হাজির করানো হবে ভক্ত কুমার রায় কে।
বিজেপি নেতা প্রদীপ সরকার অভিযোগ করেছেন, মন্ত্রী শুভেন্দু অধিকারী জেলায় আসলেই তাঁর নির্দেশে এভাবে মিথ্যা সাজানো কেসে ফাঁসানো হয় বিজেপি নেতাদের। ভক্ত রায়ের নিঃশর্ত মুক্তির দাবিত জেলা জুড়ে আন্দোলন শুরু করবে বিজেপি।
ভক্ত কুমার রায়ের দাদা বাসুদেব রায় অভিযোগ করেছেন, গভীর রাতে পুলিশ এসে ঘিরে ফেলে তাঁদের বাড়ি। তারাই একবার পিস্তল উঠানে রেখে ভক্তকে ঘুম থেকে তুলে গ্রেপ্তার করে নিয়ে যায়৷ ঘন্টা খানেক পরে আবার এসে বোমা রেখে বালির বস্তা দিয়ে ঘিরে রেখে যায়।
সব মিলিয়ে লোকসভা ভোটের আগে বিজেপি যুব মোর্চার উত্তর দিনাজপুর জেলা সভাপতির গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য জেলার বিভিন্ন মহলে। রবিবার বিজেপির যুব মোর্চার সভাপতি ভক্ত রায়কে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।