নিজস্ব প্রতিনিধি, কোচবিহার :মাধ্যমিক পরীক্ষার্থীর ব্যাগ থেকে উদ্ধার বোমা হল। এই ব্যাপক চাঞ্চল্য দিনহাটা শহরে।
শনিবার দিনহাটা শহরের একটি মদের দোকানের সামনে থেকে এক ছাত্রের ব্যাগ থেকে দুটো বোমা উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই মাধ্যমিক পরিক্ষাত্রী ছাত্রের নাম আজিম আলি। ধৃত ছাত্র ওকরাবাড়ির মহেশ্বর এলাকার বাসিন্দা ও স্থানীয় ওকড়াবাড়ি আলাবক্স উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র । পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।