নিজস্ব প্রতিনিধি, , বীরভূম: – বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর পর এবার বীরভূম জেলার বোলপুরের সাংসদ অনুপম হাজরাকে তৃনমূল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় একথা ঘোষণা করেন।পার্থ চট্টোপাধ্যায় জানান “দলের নেত্রীর সাথে কথা বলে ওঁনাকে সরিয়ে দেওয়া হল।”
জানা গেছে, দীর্ঘদিন ধরে অনুপম হাজরার বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ ছিল। বলেই ওনাকে বহিষ্কার করা হয়েছে তৃনমূল দল থেকে।