নিজস্ব প্রতিনিধিঃ ‘কেদারনাথ’-এর পরে ‘সিম্বা’। জোড়া সাফল্যে বলিউডে স্বপ্নের কেরিয়ার শুরু সারা আলি খানের। সেফ-কন্যার ম্যাজিকে বুঁদ বলিউড। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।
নতুন ছবিতেও তার ব্যতিক্রম হলো না। পোস্ট করার এক দিনের মধ্যেই সেই ছবিতে লাইক পড়ে গিয়েছে ২০ লক্ষেরও ঢের বেশি! গতকাল, নিজের ইনস্টাগ্রামে বুধবার ছবিটি পোস্ট করেন সারা আলি খান। ছবিতে সারাকে দেখা যাচ্ছে রাস্তায় শুয়ে থাকতে। হাতে ধরা আধখাওয়া আপেল। লাইক ২ লক্ষ ২৭ হাজারেরও বেশি।
ছবির ক্যাপশনে সারা লিখেছেন সেই বিখ্যাত ইংরেজি প্রবাদটি, যার অর্থ দৈনিক একটি আপেল খেলে চিকিৎসকদের থেকে দূরেই থাকা যায়। অর্থাৎ শরীর নীরোগ থাকে।
হলুদ ব্লাউজ ও রংচঙে শাড়ি পরা সারার ছবিতে পড়েছে অসংখ্য কমেন্ট। অনেকেই স্তুতিতে ভরিয়ে দিয়েছেন নবাগতাকে। কেউ কেউ এমনও লেখেন, আপনাকে দেখে দিনটাই ভাল হয়ে গেল। কেউ আবার জানতে চেয়েছেন, কী করে আপনি এত সুন্দরী হলেন?