নিজস্ব প্রতিনিধি: রাস্তার ধারে এক রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গোয়ালপাড়া এলাকায়। মৃত ব্যাক্তির নাম সুকুল মুর্মু । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজিতপুরের বাসিন্দা পেশায় দিনমজুর সুকুল মুর্মু আজ বেলা ১১টা নাগাদ নিজের চিকিৎসা করানোর জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়েছিলেন।
রায়গঞ্জ হাসপাতালে আসার পথে গোয়ালপাড়া এলাকায় রাস্তার ধারে তাঁর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনাগ্রস্ত হয়েই মারা গিয়েছেন সুকুল মুর্মু।