নিজস্ব প্রতিনিধি, মালদা: বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মালদার মেডিক্যাল কলেজ হসপিটালের সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়ক পাশে ভোরবেলা দোকান খুলতে আসার সময় মৃতদেহটি স্হানীয় মানুষের নজরে আসে।
চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তরিঘরি ইংরেজবাজার থানার পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় । ঘটনার তদন্ত শুরু পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি ।
বৃদ্ধের বয়স আনুমানিক ৫৫ বছর। কীভাবে ওই বৃদ্ধের মৃত্যু হলো সেটাও পরিষ্কার নয়। তবে কাকভোরে এই ঘটনায় গোটা হাসপাতাল চত্বর জুড়ে এবং ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।