নিজস্ব প্রতিনিধি, ইসলামপুর : পাঞ্জিপাড়া নিয়ার দিশানী রেলগেটের পাশে এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায়।
এদিন সকালে স্থানীয়রা মৃতদেহ দেখতে পায় রেল লাইনের ধারে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পাঞ্জিপারা ফাঁড়ির পুলিশ গিয়ে পৌঁছায়।
পাঞ্জিপাড়া ফাঁড়ি থেকে খবর দেওয়া হয় রেল আধিকারিকদের । তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে রেল আধিকারিকেরা।