নিজস্ব প্রতিনিধি:মালিপাঁচঘড়া থানার পুরনো বিল্ডিং এর সামনে এক যুবকের রহস্যজনকভাবে দেহ উদ্ধার হয়েছে। গত ৩১ ডিসেম্বর বর্ষশেষের পার্টি করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুমন নন্দী (২৭) নামে ঘুসুড়ি নস্করপাড়ার যুবক।
পরেরদিন অর্থাৎ ১ জানুয়ারি গভীর রাতে থানার সামনে নর্দমায় ওই যুবকের দেহ উদ্ধার হয়। পরিবারের লোকেদের দাবি, সুমনকে খুন করে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। মালিপাঁচঘড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সুমন নন্দী বন্ধুদের সঙ্গে বর্ষশেষের পার্টি করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন ৩১ ডিসেম্বর। তার স্ত্রীয়ের সঙ্গে রাত ১২ টা নাগাদ শেষবার কথা হয় ফোনে৷ সুমন স্ত্রীকে জানিয়েছিল রাতে ফিরে আসবে। কিন্তু সুমনের জায়গায় পরেরদিন গভীর রাতে দরজায় ধাক্কা দিতে থাকে মালিপাঁচঘড়া থানার পুলিশ।
জানা যায়, সুমনের দেহ উদ্ধার হয়েছে থানার সামনে নর্দমায়। পুলিশ তার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। সুমনের স্ত্রী খুশি নন্দীর অভিযোগ, তার স্বামীর মুখে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। তার স্বামীকে খুন করা হয়েছে।