নিজস্ব প্রতিনিধি: বেলঘড়িয়ার বান্ধব নগরে কুয়োর মধ্যে এক গৃহবধুর দেহ উদ্ধার। শুক্রবার রাতে মেয়ের সাথে ঘুমিয়ে ছিলেন 53 বছরের মধু ছন্দা সাহা।
সকালে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি তাঁকে। আজ সকালে কুয়োর মধ্য তার দেহ ভাসতে দেখে বাড়ির লোকজন। খবর দেওয়া হয় দমকলে। তাঁর দেহ উদ্ধার করে দমকলের কর্মীরা। ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ তদন্ত করছে।।