নিজস্ব প্রতিনিধি: পুকুরের মধ্যে থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। বুধবার সকালে দুত্তপুকুর থানার রঙ্গপুরে মাছ ধরতে নেমে জেলেরা দেহটি উদ্ধার করেন।
মৃতের নাম গোবিন্দ ঋষি দাস। আমডাঙ্গা থানার বেড়াবেরিয়ার বাসিন্দা । সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। এদিন সকালে রাঙ্গপুর এলাকার ওই পুকুরে নামার সময় জেলেদের পায়ে একটি সাইকেল বাধে। সাইকেলটি জল থেকে তুলতে দেহটি ভেসে ওঠে।