গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া : সাতসকালেই একটি মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতব্যক্তির নাম শুভাশীষ মুখার্জ্জী। বাড়ি কাটোয়া ২নং ব্লকের অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের সাহাপুর গ্রামে।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা যায়, কাটোয়ার মুস্থূলী গ্রামে ঢোকার মুখে খালে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচলতি মানুষ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।
কাটোয়া থানার সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারপর কাটোয়া থানার পুলিশ আসে এবং মৃতদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে মৃতদেহ পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।
কী করে, কীভাবে মারা গেল পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য দেখা যায়।মৃতদেহের পাশে সাইকেল,একটি ব্যাগ ও মোবাইল পাওয়া গেছে।