নিজস্ব প্রতিনিধি: বারানসীতে কাজ করতে গিয়ে মৃত মালদার নয় শ্রমিকের মৃতদেহ এল মালদায়।
প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে, অসহায় পরিবারগুলোর পাশে মালদা মানিকচক এর তৃণমূল পর্যবেক্ষক আশিস কুন্ডু সহ প্রশাসনিক কর্তারা। শোকে মূহ্যমান হাজার হাজার গ্রামবাসীদের সঙ্গে শেষযাত্রায় শামিল প্রতিবেশীরা।