নিজস্ব প্রতিনিধি : বিধান নগরের মেয়র সব্যসাচী দত্ত বিজেপি যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে।গত শুক্রবার বিজেপি নেতা মুকুল রায়, বিধান নগর মেয়র সব্যসাচী দত্তর বাড়িতে যায়। তারপর থেকেই বিভিন্ন মহলে কথা উঠে সব্যসাচী দত্তের বিজেপি যোগসূত্র।

এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল এই যাওয়া নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন, পাশাপাশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কে দায়িত্ব দেওয়া হয় বিধান নগর নিগমের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করার, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে সব্যসাচী দত্ত কে তাঁরা বহিষ্কার করবেন কিনা বা তার ডানা ছাটা হবে কিনা?

এই নিয়ে যেমন জল্পনা চলছে পাশাপাশি আজ সকাল থেকে মেয়র সব্যসাচী দত্তর বাড়িতে উপস্থিত ছিলেন একাধিক কাউন্সিলর থেকে শুরু করে সাংসদ দোলা সেন। সেখানে প্রায় ঘন্টা দুয়েক একটি বৈঠক করেন তারা।

এই বৈঠকে উপস্থিত ছিলেন ডাম্পি মণ্ডল থেকে শুরু করে একাধিক কাউন্সিলর। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় কোন রকম মুখ খোলেননি দোলা সেন এই নিয়ে জল্পনা তুঙ্গে। কি কারনে দোলা সেন এসেছিলেন তিনি কি বোঝাতে এসে ছিলেন সব্যসাচী দত্ত কে তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি তিনি কি বিজেপিতে যোগ দেবে এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

আজ লেক টাউন শ্রীভূমিতে তৃণমূলের কোর কমিটির মিটিংয়ে মেয়র সব্যসাচী দত্ত কে নিয়ে বললেন ফিরহাদ হাকিম। মেয়রের বাড়িতে বিজেপি নেতা মুকুল রায়ের আসা নিয়ে জল্পনা শুরু হয়েছিল মেয়র বিজেপিতে যোগদান করছেন। সেই জল্পনার অবসান ঘটালেন মেয়র সব্যসাচী দত্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here