গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া : কাটোয়া ১নং ব্লকের খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের পানুহাট ডাঙ্গাপাড়া,দাসপাড়া,বনোদিঘী পাড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল শনিবার পানুহাট ডাঙ্গাপাড়া রেলগেট তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে।
উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত মণ্ডল,কাটোয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা বাইন সরকার,খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের প্রধান আন্নাদত্ত মণ্ডল, খাজুরডিহি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক বিকাশ চৌধুরী সহ প্রমুখ।
জানা যায়,এদিনের শিবিরে ২৪ জন স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করেছেন।