নিজস্ব প্রতিনিধি : পুলওয়ামার হামলার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের বিস্ফোরণের। আজ জম্মু-কাশ্মীরের রাজৌরির নৌসেরার সেক্টরে আইইডি বিস্ফোরণে শহিদ হলেন ভারতীয় সেনার এক মেজর।
আহত হয়েছেন এক জওয়ান।রুটিন তল্লাশি চালানোর সময় ঘটনাটি ঘটে। সূত্রের খবর, লাইন অফ কন্ট্রোলের দেড় কিলোমিটার ভিতরে আইইডি পুঁতে রেখেছিল জঙ্গিরা। সেটি নিষ্ক্রিয় করতে যান ওই অফিসার। তখনই বিস্ফোরণটি হয়। শহিদ হন ওই অফিসার।