BJP-র গণতন্ত্র বাঁচাও রথ ডিসেম্বরের শেষের দিকে দক্ষিণ দিনাজপুরে আসার কথা। কোচবিহার থেকে শুরু হয়ে বাকি জেলা ঘুরে দক্ষিণ দিনাজপুরে আসবে রথ। জেলায় তিনদিন থাকার কথা রয়েছে। আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভার সাংসদ অর্পিতা ঘোষ সার্কেট হাউসে গতকাল বলেন, “যে দলটার কোনও গণতন্ত্রই নেই তারা গণতন্ত্র বাঁচানোর কথা বলছে। সেটা শুনেই তো হাসি পাচ্ছে।
এই সব রথে অন্য কোন প্রদেশে কিছু হলে হতে পারে। পশ্চিমবঙ্গে বা দক্ষিণ দিনাজপুরে কিছুই হবে না। রথ দেখতে ভিড় হতে পারে। তবে সেটা দিয়ে তাদের আখেরে কোনও লাভ হবে না।
ভোটের আগে সাম্প্রদায়িক বিষয়গুলো টেনে আনার চেষ্টা করছে এরা। এই রথটা তারই একটা অংশ।BJP-র এই রথ দেখলে সাধারণ মানুষ সব বুঝতে পারবেন।”
সাংসদের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি শুভেন্দু সরকার জানান, এই গণতন্ত্র বাঁচাও কুর্মসুচী তে স্বয়ং মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন,সংগে তার ভাস্তাও ভয় পেয়েছেন তাই সাংসদ ও ভয়পেয়ে প্রলাপ বকছে। এতে বিজেপির কোন যায় আসেনা।এভায়েই সাংসদ কে জবাব দেন জেলা সভাপতি সুভেন্দু সরকার।
—