বিজেপির গনতন্ত্র বাচাও পোষ্টার ছেড়া কে কেন্দ্র করে উত্তাল দক্ষিন দিনাজপুর জেলার হিলি ব্লকের বিংশিরা অঞ্চলের তিওড়ের প্রাচীমোড়ে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতীরা ভারতীয় জনতা পার্টীর গনতন্ত্র বাচাঁও যাত্রার ব্যানার ছিড়ে ফেলে।
বিগত দিনেও এই রকম অসামাজিক কাজ এই এলাকায় হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দেওয়াল দখল,বুথ দখল,পতাকা ছিড়ে ফেলা,এই সব কাজ হয়েছিল এই এলাকায়।বিজেপি সভাপতি সুভেন্দু সরকার জানান,এই ফ্লেগ ফেস্টুন ছেড়ে তৃনমুল আশ্রিত দুশকৃতিরা।
কারন বিজেপির গনতন্ত্র বাচাও পোষ্টার দেখে মুখ্যমন্ত্রী ও তার দলের ভাইরা যে ভাবে ভয় পেয়েছে সভাবতই এই জেলাতে তার দলের ভাইরা ভয় পেয়ে রাতের অন্ধকারে বিজেপির ফ্লেগ ফেস্টুন ছেড়ার কাজ শুরু করেছেন।এই ফ্ল্যাগ ফেস্টুন ছিড়ে বিজেপি কে আটকাতে পারবেন না দিদি। তবে বিজেপির পক্ষ থেকে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হবে।