নিজস্ব প্রতিনিধিঃ কড়িধ্যা মৌজার প্রতিমা পল্লী, চর্তুভুজ স্যানিটারি কনসার্ন এর পাশের, (NH- 60) মাঠে অাজ ২৩/০১/২০১৯ এর জনসভায় উপস্থিত ছিলেন, শ্রীমতি রুপা গাঙ্গুলী, মুকুল রায় ও অন্যান্য রাজ্য ও জেলা নেতৃবর্গ।
এদিন সভায় উপস্থিত থাকার কথা ছিলো কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি শ্রীমতী ইরানী ও শ্রী ও কৈলাশ বিজয় বর্গীয় র। কিন্তু বিশেষ কারনবশতঃ আসতে পারেন নি।
এই দুজনের না আসার ফলে বীরভূমের জেলার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কটাক্ষ করে বলেন, “সভায় লোক হয়নি জেনে আসেননি।” শাসক পার্টি এদিনের সভাতে না আসার জন্য বিজেপি কর্মীদের প্রচুর হেনস্থা করেছে।