মদনমোহন সামন্ত : আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট গ্রহণের কথা ঘোষণা করেছে । ভারতীয় জনতা পার্টি এবারের লোকসভা নির্বাচনে অন্তত 23 টি আসনে জয়ের ইচ্ছা প্রকাশ করেছে ।
নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ মাত্র তারা তাদের প্রার্থীর প্রচার এর জন্য আগেই একপ্রকার ঝাঁপিয়ে পড়েছে। আজ উত্তর কলকাতায় জোড়াবাগান এলাকায় তারা তাদের প্রার্থীর পক্ষে প্রচার করার জন্য দেওয়াল লিখনের কাজ শুরু করেছে ।
বোঝা যাচ্ছে , এবারের নির্বাচনে তারা বিনা লড়াইয়ে সূচ্যগ্র মেদিনীও ছাড়তে রাজি নয়। নির্বাচনী ঢাকে কাঠি পড়ামাত্র পারদ চড়তে শুরু করেছে।