Uncategorized পুলিশের সাথে ধস্তাধস্তিতে আহত বিজেপি কর্মীরা By News Editor - June 17, 2019 0 38 নিজস্ব সংবাদদাতা : যুব মোর্চার এই অভিযানে ১০ জন কর্মী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে আহত হয় তাদেরকে এই মুহূর্তে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে দেখতে গেছেন জেলা সভাপতি সুরজিৎ সাহা যুব মোর্চার সভাপতি ওম প্রকাশ সিং এবং আরো দলীয় নেতৃত্ব।