সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম: এদিন সারা রাজ্যে বাইক ব়্যালির কর্মসূচী ছিল বিজেপির। বীরভূমের প্রায় সবগুলি বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচী পালন করা হয় ।
কিন্তু হাঁসন বিধানসভা কেন্দ্রের ফুলিডাঙাতে বাইক ব়্যালি বের করলে কর্মীদেরকে বাধা দেয় পুলিশ। তারপর বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। কর্মীরা ব্যারিকেট ভেঙে বেরিয়ে আসে। তারাপীঠ থানার পুলিশ এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেন। কর্মীর নাম বিকাশ মাল।