বেঙ্গল ওয়াচ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন ধরে নিউটাউন বিশ্ব বাংলা সরনী থেকে ভি আই পি রোড গামী গৌরাঙ্গনগরের রাস্তা খারাপ থাকার কথা প্রশাসনকে জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে স্থানীয়দের দাবি।

সেই রাস্তা নির্মাণের দাবিতে গৌরাঙ্গনগরের বিভিন্ন আবাসনের মহিলা এবং পুরুষরা নিউটাউন থেকে এয়ারপোর্ট গামী রাস্তা অবরোধ করে। প্রায় এক ঘন্টা অবরোধ চলার পরে পুলিশের হিডকো কর্তৃপক্ষের সাথে বৈঠকের আশ্বাস দেওয়াতে ওঠে অবরোধ। ঘটনাস্থলে নিউটাউন থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে বাসিন্দারা।

5 জন বাসিন্দা হিডকো কর্তা দের সঙ্গে কথা বলতে হিডকো ভবনের ভিতরে গিয়েছেন। ভবনের বাইরে বাসিন্দারা জমায়েত করেন। আগামী 2019 এর জানুয়ারি মাসের মধ্যে ওই রাস্তা তৈরি করা হবে বলে জানায় হিড কো কর্তৃপক্ষ।

রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দেয় হিড কো কর্তারা। নিউটাউনে র গৌরাঙ্গ নগর এলাকায় বাঁশের সাঁকোর বদলে পাকা ব্রিজ করার ব্যাপারে সেচ দপ্তরের সঙ্গে আলোচনা করবেন বলে জানান হিডকো কর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here