গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ আজ বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে বর্ধমান সহযোদ্ধা ও জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বর্ধমান শহরের মহাজনটুলিতে একটি আইনী সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন বর্ধমান সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য্য, বর্ধমান ডিএলএসের ফ্রন্ট অফিস আইনজীবী অমিত সরকার,রির্টানার আইনজীবী মাসিহার রহমান মল্লিক প্রমুখ।
বর্ধমান সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য্য বলেন,এদিনের শিবিরে যৌনকর্মীদের এইডস সম্পর্কে সচেতন করা এবং তাদের মধ্যে কনডম বিতরণ করা হয়।
আইনজীবী অমিত বাবু বলেন,এদিন যৌনকর্মীদের আইনী পরিষেবা সম্পর্কে সচেতন করা হয়েছে।