সংবাদদাতা : বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে বিবেকের ডাকে দক্ষিণ কলকাতায় এক শোভাযাত্রা হয়।
কালীঘাট মোড় থেকে নরদান পাক অবধি মিছিলে পা মেলান কলকাতার ভাবী মেয়র ববি হাকিম, সংসদ সুব্রত বক্সী, মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি সহ মালা রায়, দেবাশিষ কুমার, বৈশানর চ্যাটার্জি প্রমুখ।