নিজস্ব প্রতিনিধি ,আলিপুরদুয়ার: জোড়া বাইসনের তান্ডব। আতঙ্কে গ্রামবাসীরা। আজ সকালে চিলাপাতার জঙ্গল থেকে দুটি বাইসন লোকালয়ে ঢুকে পড়ে। প্রথমে মরিঁঁচবাড়ি এলাকায় বাইসন দুটি তান্ডব চালায়। সেখান থেকে গ্রামবাসীদের তাড়া খেয়ে বাইসন দুটি পাকুড়িতলা, তপসিখাতা এলাকায় দিনভর তান্ডব চালায়।

খবর পেয়ে বনকর্মীরা এলাকায় যান। বাইসন দুটিকে বাগে আনতে অনেক সময় লাগে। দীর্ঘ সময় বনকর্মীদের সাথে বাইসনের চোর-পুলিশ খেলা শুরু হয়। শেষে দুপুর দুটো নাগাদ ঘুমপাড়ানি গুলি চালিয়ে বাইসন দুটিকে কাবু করা হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর রেঞ্জের রেঞ্জার নরেন দত্ত বলেন, বাইসন দুটিকে ট্র‍্যাঙ্কুলাইজ করা হয়েছে।চিলাপাতা নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসার পর বাইসন দুটিকে চিলাপাতার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বাইসনের আক্রমনে অবশ্য কেউ আহত হননি। কিন্তু অনেক ফসল নষ্ট হয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here