তারাশঙ্কর গুপ্ত, বাঁকুড়ার :বিষ্ণুপুর মেলায় ফ্যাশন শো?অবাক হচ্ছেন তো।তবে কি প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন?বিষ্ণুপুরের কুটির শিল্প,বস্ত্র শিল্প এবং স্থানীয় শিল্প ও কলাকে তুলে ধরতে বিষ্ণুপুর মেলায় আয়োজন করা হয়েছে একটি ফ্যাশন শো এর ।
আয়োজক বিষ্ণুপুর মহকুমা প্রশাসন।তবে এই শো এর বিশেষ আকর্ষণ হল এতে অংশগ্রহণ করতে পারবেন আপনিও।শুধু দিতে হবে অডিশান।
বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মন্ডল জানান বিষ্ণুপুর মেলায় দেশ বিদেশের মানুষ আসেন।এখানে বিষ্ণুপুরের হস্ত শিল্প, বস্ত্র শিল্প এবং স্থানীয় শিল্প ও কলাকে তুলে ধরতে এই ফ্যাশন শো এর আয়োজন করা হয়েছে।এখানে ফ্যাশন শো এর জগতের বিখ্যাত ব্যক্তিদের সাথে স্থানীয়রাও অংশগ্রহণ করতে পারবেন।এই মাসের ১৬ তারিখ সকাল দশটায় একটি অডিশান নেওয়া হবে।পুরুষ ,স্ত্রী সকলেই যোগ দিতে পারেন ।ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করতে পারেন বিষ্ণুপুরের বালুচরির সাথে সোনামুখী শিল্ককে ও তুলে ধরা হবে ।
গোটা বিষ্ণুপুর মহকুমা তথা বাঁকুড়া জুড়ে এখন চর্চায় বিষ্ণুপুরের ফ্যাশন শো।
বিষ্ণুপুর পর্যটনকে তুলে ধরতে মহকুমা শাসক মানস মন্ডল একের পর এক চমক এনেছেন।তার ফল ও মিলেছে হাতে নাতে।জনপ্রিয়তার শীর্ষে বিষ্ণুপুর হাট।অর্থনৈতিক ভাবে লাভবান হয়েছেন শিল্পী থেকে ব্যাবসায়িরা।
সব আলোচনা সমালোচনার উর্দ্ধে গিয়ে শিল্প রসিকরা এতে বিষ্ণুপুরের লাভই দেখছেন ।