নিজস্ব প্রতিনিধি: আলিপুরদুয়ার শহরে ২৬ ফুটের শিব পুজাকে ঘিরে উন্মাদনার ছোঁয়া লেগেছে। বহু মানুষ ভিড় করছেন বিশালাকার মূর্তি । শিবচতুর্দশী উপলক্ষে আলিপুরদুয়ার শহরে প্রভাত সংঘের উদ্যেগে এই শিবপুজো অনুষ্ঠিত হচ্ছে।

পাড়ার মেয়ে মহিলারা এই পুজোকে সফল করতে নেমে পড়েছেন। ক্লাবের কর্মকর্তা স্বরুপ দে বলেন শুধু আলিপুরদুয়ার জেলা নয়, বাইরের জেলা থেকেও বহু পুন্যার্থী এখানে আসেন । স্থানীয় শিল্পী গোপাল পাল ২০ দিন ধরে শিবের মূর্তি নিখুতভাবে তৈরী করেছেন। বাঁশ,খড় দিয়ে এক কাঠামোর উপর শিব মূর্তিটি তৈরি হয়েছে। আলিপুরদুয়ারে এই শিবপূজোকে ঘিরে এখন মাতোয়ারা সবাই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here