সৌগত মণ্ডল রামপুরহাট – : বীরভূম এদিন হৃদয় ফাউন্ডেশনের পক্ষ থেকে সাঁইথিয়ার প্রায় 700জন অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষকে কম্বল বিতরণ করে, হৃদয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।
সাথে সাথে বিশিষ্ট গুণী মানুষদের সম্মানোনা প্রদান করা হয় ।সাঁইথিয়ার সিনেমা হল নিকট একটি প্রাঙ্গনে অনুষ্ঠানটি হয়, সাথে কল্পনা স্মৃতি নৃত্যায়ণের নৃত্যানুষ্ঠান ছিলো আকর্ষণীয়।
এদিন এই মঞ্চ থেকে কয়েক দিন আগে রেল দুর্ঘটনায় চিকিতসাধিন রেশমা বিবির হাতে কিছু টাকার চেক তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।
সংস্থার সদস্য আজমির হোসেন বলেন , হিন্দু মুসলিম ভাই-বোনদের হৃদয় রূপান্তরিত হয়ে আমাদের সংস্থা, আগামী দিনে অনেক ভালো কাজ করে দেখাতে চাই ।
এদিন উপস্থিত ছিলেন নিলাবতি সাহা — বিধায়ক,
বিপ্লব দত্ত – পৌরপিতা
পিনাকিলাল দত্ত- সমাজসেবি,
মানস সিংহ – সমাজসেবি
কাজী কামাল হোসেন – উপ পৌরপিতা।