নিজস্ব প্রতিনিধি : সিউড়ি, বীরভূম: – কেন্দ্রের শ্রমিক নীতির বিরোধিতা করে দেশজুড়ে ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘট শুরু হয়।
দেশের ক্রমবর্ধমান আর্থিক সংকট, বেকারত্ব সহ একাধিক কারণে এই বনধ ডেকেছে বাম শ্রমিক সংগঠনগুলি। আজকের এই বনধের দ্বিতীয় দিন। সকাল থেকেই বীরভূম ছিল শান্ত। কিন্তু বেলা বাড়তে, বাড়তেই অশান্তি সৃষ্টি হয় বীরভূমে সিউড়িতে।
জানা গেছে,সিউড়ি পৌরসভার সামনে সিপিএমের একটি মিছিল হচ্ছিল। সেই সময় বর্ধমান জেলার দুর্গাপুর থেকে বীরভূম জেলার সিউড়ি গামী একটি সরকারি বাস(SBSTC) ওই মিছিলের সাথে মুখোমুখি হয়।
সেই সময় উত্তেজিত বনধ সমর্থনকারীরা ওই সরকারি বাসটিকে ভাংচুর করে ও বেশ কিছু বেসরকারি বাসে ভাঙচুর চালানোর চেষ্টাও করে।
সকাল থেকেই বীরভূম ছিল শান্ত। কিন্তু সেই ছায়া কাটতেই বীরভূমে সিউড়িতে সুর চড়াই সিপিআই-কর্মী সমর্থকেরা। দফায়, দফায় মিছিল বের হয়, বনধ সমর্থনকারীরা স্কুল-কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের বাড়ি চলে যেতে বলতে দেখা যায়, বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতেও দেখা যায়।
এছাড়াও দেখা যায়, রাস্তায় সরকারি, বেসরকারি বাসে ভাঙচুর চালানোর চেষ্টা করে বনধ সমর্থনকারীরা। যদিও সিপিএম নেতাদের নির্দেশে পর সেই ভাঙচুর করা হয়নি। পাশাপাশি কিছুক্ষণ পরেই একটি সরকারি বাসে হঠাৎই ঢিল মারে বনধ সমর্থনকারীরা।ওই সরকারি বাসটির ভেঙে ফেলা হয় কাঁচ। এরফলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় ওই সরকারি বাসটি।পরে ওই ক্ষতিগ্রস্ত বাসটিকে সিউড়ি ডিপোতে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার জেরে ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ঘটনাটির পর এখনো পর্যন্ত এলাকা থমথমে।